‘বাংলাদেশ সঠিক পথেই আছে’
প্রকাশিত : ১৬:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক পথে আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে এমন বার্তাই দিয়েছেন তিনি। সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় জাতিসংঘের প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাকে আমি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির বিষয়টি অবহিত করেছি। এ ছাড়া উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে তিন শর্ত পূরণ করতে হয়, বাংলাদেশ ইতোমধ্যেই তা পূরণ করেছে বলে জানিয়েছি। ২০৫০ সালে ২২তম ও ২০৪০ সালে ২৮তম অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ।’
তোফায়েল আহমেদ বলেন, ২০১৩-১৫ সালে রাজনৈতিক দলগুলোর জ্বালাও-পোড়াও করারটা যে ভুল ছিলো তা দলগুলো বুঝতে পেরেছে। এ কারণেই তারা দলের নেত্রীর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে। এক্ষেত্রে সরকার কিছুই বলবে না। দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে।
তিনি বলেন, পেঁয়াজের দাম স্বাভাবিক আছে। দেশে এখন পেঁয়াজের কোনও সংকট নেই। এতদিন কোনও মিডিয়ায় যেহেতু পেঁয়াজ নিয়ে কোনও লেখালেখি হয়নি তার মানে দাম স্বাভাবিক আছে।
মিয়া সেপো বাণিজ্যমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছে, তাতে রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ।
একে// এআর
আরও পড়ুন