ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

‘বাংলাদেশকে আর কেউ নিচু চোখে দেখতে পারবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:২৯, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দশ বছরে উন্নতির ফলে বাংলাদেশকে আর কেউ নিচু চোখে দেখতে পারবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দিন বদলের ঘোষণা দিয়েছিলাম, কথা রেখেছি, দিন বদল করেছি। বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো অাছে। এখন আর কেউ বাংলাদেশের মানুষকে নিচু চোখে দেখে না।’
অাজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৮’ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনা বা প্রধানমন্ত্রীর পদ গুরুত্বপূর্ণ নয়, মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। যে ভাষণকে অাজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেই ভাষণ এক সময় বাজাতে দেয়নি বিএনপি-জামাতের লোকেরা।’
মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের সম্মান দেয়ার জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা এবং বীরদের প্রতি অামরা সম্মান জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের ভাতা এবং সম্মানীর জন্য অাইন করা হয়েছে। ইচ্ছে করলেই এটা কেউ বন্ধ করতে পারবে না।’

এর আগে সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সঙ্গে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে অার্থিক সম্মানী ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী নয়জন সেনা, একজন নৌ এবং তিনজন বিমান বাহিনীর সদস্যকে ২০১৭-১৮ সালের শান্তিকালীন পদকে ভূষিত করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি