ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘বাংলাদেশের মাটি প্রতিবেশী দেশে জঙ্গি হামলার ঘাঁটি হতে দেব না’

প্রকাশিত : ২২:১৪, ২৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:১৭, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের মাটিকে প্রতিবেশী দেশে জঙ্গি হামলার ঘাঁটি হতে দেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের সম্প্রচার মাধ্যম টাইমস নাউ-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি।

শান্তি বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন করাই সরকারের অগ্রাধিকার বলেও জানান শেখ হাসিনা। সাক্ষাৎকারের এক পর্যায়ে উঠে আসে পাকিস্তান প্রসঙ্গ।

গণভবনে ভারতীয় সম্প্রচার মাধ্যম টাইমস নাউ-কে বিশেষ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইমস নাউয়ের জাতীয় বিষয়াবলী সম্পর্কিত সম্পাদক সঞ্জয় চৌধুরীকে দেয়া সাক্ষাৎকারে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান, আঞ্চলিক সহযোগিতা, তিস্তার পানি বণ্টন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের মাটিকে প্রতিবেশী দেশে জঙ্গি হামলার ঘাঁটি হতে দেবেন না।

সাক্ষাৎকারে উঠে আসে পাকিস্তান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিচালনা করতে গিয়ে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে, যার অনেকগুলো পাকিস্তানের সৃষ্টি।

শান্তি ছাড়া উন্নয়ন হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নই তার কাছে সবচে গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আশা করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তিস্তা সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চান শেখ হাসিনা।

আবার নির্বাচিত হলে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তার জোট ক্ষমতায় না এলে উঠতে থাকা বাংলাদেশ পড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 

ভিডিও: https://youtu.be/q0Z-fddvPSQ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি