ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

বাইডেন ক্যানসারে আক্রান্ত, সহমর্মিতা জানালেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৯ মে ২০২৫ | আপডেট: ১০:৩৮, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এ খবর প্রকাশ্যে আসার পর সহমর্মিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে সাবেক এ প্রেসিডেন্টের ক্যানসার আক্রান্তের তথ্য জানানো হয়।

তার রোগ নির্ণয়ের খবর ছড়িয়ে পড়ার পর, দল-মত নির্বিশেষে অনেকেই বাইডেনের পাশে দাঁড়িয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।
 
ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয়ের খবর শুনে দুঃখিত’। 
 
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘আমরা জিল (সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন) এবং তার পরিবারের প্রতি আমাদের উষ্ণ এবং শুভকামনা জানাই। আমরা জো বাইডেনের দ্রুত এবং সফল আরোগ্য কামনা করি।’

সহমর্মিতা জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমি বাইডেন পরিবারকে নিয়ে ভাবছি, যারা এমন একটি রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যাতে করে অন্যরা এ কষ্টের পথ পাড়ি দিতে না হয়। আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’

রোববার বাইডেনের ব্যক্তিগত কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’ 
 
এতে আরও বলা হয়েছে, ‘এটি রোগের আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা কার্যকর ব্যবস্থাপনা বা চিকিৎসার সুযোগ করে দেয়।’ 
 
৮২ বছর বয়সি বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
 
প্রসঙ্গত, জো বাইডেন ২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেনকে ব্রেইন ক্যান্সারে হারান। এরপর থেকেই তিনি ক্যান্সার গবেষণা ও প্রতিরোধে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন মিলে ‘ক্যান্সার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি