ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাগেরহাটে কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১৬ জুলাই ২০২০

চলমান করোনা পরিস্থিতিতে বাগেরহাটে ৬ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে শিল্পপতি লিটন শিকদারের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

কর্মহীনদের সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সাহেব সরদার, ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার, পুজা শিকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত পরিসরে করোনা সতর্কতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা করোনায় মাস্ক ব্যবহারের গুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটার আহ্বান জানান। 

এ নিয়ে করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফায় নিজ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশের বৃহত্তম দূর্গা পূজার আয়োজক শিল্পপতি লিটন শিকদার।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি