ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

বাগেরহাটে গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটে ‘গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটে একটি অভিজাত হোটেলের হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। 

বাগেরহাট বিআরটিএ ও জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর মো. মামুন অর রশিদ ও বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার পেশাগত বাস-মিনি বাস ও ট্রাকের চালকরা অংশ নেন।

বক্তারা বলেন, যানবাহন নিয়ে সড়ক ব্যবহারে সচেতন হতে হবে। সবার আন্তরিকতায় নিরাপদ সড়ক নিশ্চিত হবে। যার ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে বলে আশা করেন বক্তারা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি