ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বাগেরহাটে জামায়াতের আমিরসহ ৫ জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোর রাতে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে তাদের পরিবার থেকে জানানো হয়েছে। পুলিশ বলছে তারা বিভিন্ন মামলার আসামি।

আটক অপর চারজনের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন সদর উপজেলা জামায়াতের কর্মী মাওলানা ইমাদ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমান।

এবিষয়ে বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখন কিছু বলতে পাচ্ছি না। পরে বিস্তারিত জানানো হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি