বাগেরহাটে বিজয় কনসার্টে নৌকায় ভোট চাইলেন তারকারা
প্রকাশিত : ১৯:৫৭, ১৭ ডিসেম্বর ২০১৮

বাগেরহাটে বিজয় কনসার্টে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের জন্য নৌকায় ভোট চাইলেন দেশের খ্যাতিমান তারকারা।
রোববার বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়।
বিজয় কনসার্টে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র তারকা ফেরদাউস, রিয়াজ, মীর সাব্বির, নাট্য অভিনেতা শমী কায়সার ও মাহফুজ আহমেদ, চিত্র নায়িকা সুইটি, কন্ঠশিল্পী কনা, শামীম হাসান, রিংকু, গীতিকার লিটন শিকদারসহ একঝাঁক তারকা।
কনসার্টে তারকারা দর্শকদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, তন্ময় নিজেও একজন তারকা। যে দেশের তরুণদের নেতৃত্ব দিচ্ছেন। তন্ময়ের শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। যার ধমনিতে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হোক মানুষের সাথে বেইমানি করতে পারে না। তন্ময় আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে। আপনারা দেশও জাতির প্রায়োজনে ধর্ম-বর্ণ- নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।
তারকাদের শুভেচ্ছা জানাতে বিজয় কনসার্ট মঞ্চে আসেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দক্ষিনাঞ্চলে যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.পারভীন আহমেদ প্রমুখ।
কেআই/
আরও পড়ুন