ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাগেরহাটের সব পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২৯ জানুয়ারি ২০২০

২০৩০ সালের মধ্যে টেকসেই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। বাগেরহাটে ‘সাশ্রয়ী জ্বালানী, সমৃদ্ধ আগামী-উন্নত চুলা, উন্নত জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাউস হোল্ডিং এনার্জি প্লাট ফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ (স্রেডা)’র উদ্যোগে ‘২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্রেডার প্রকল্প পরিচালক সালিমা জাহান।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসেই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। তবে মুজিববর্ষকে সামনে রেখে সকল সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাকে লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার আহবান জানান তিনি। এছাড়াও প্রত্যেক গৃহিণীকে রান্নার জন্য উন্নত চুলা ব্যবহারের অনুরোধ করেন সালিমা জাহান।

সভায় বক্তব্য দেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, এ্যাড. পারভীন আহমেদ, বন্ধু চুলার প্রতিনিধি মামুন হাওলাদার প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদও উন্নত চুলা ব্যবহারের উপকারিতা তুলে ধরেন। জেলার সকলকে উন্নত চুলা ব্যবহারের আহবান জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি