ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত

প্রকাশিত : ০৯:৪১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
এছাড়া তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার করার জন্য অনুরোধ জানিয়েছেন।
চকবাজারের অগ্নিকান্ডের হতাহতদের ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি