ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বান্দরবানে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় চেক বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৫, ২২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বান্দরবানে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসহায় ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে একশ’ ১৬ জনকে ৫৩ লাখ ১০ হাজার টাকার চেক দেয়া হয়।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি