বান্দরবানে ন্যায্যমূলে টিসিবি’র পণ্য বিক্রি
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১৬:৪১, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০১, ২১ মে ২০১৭
				
					রমজানকে সামনে রেখে বান্দরবানে ন্যায্যমূলে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।
রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। তিনি বলেন, রমজান মাসে ক্রেতারা যেন ন্যায্যমূল্যে ভেজালমুক্ত পণ্য পায় সে জন্য এই আয়োজন করা হয়েছে। সেসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী ও বান্দরবান বাজার কমিটির সভাপতি বিমল কান্তি দাশসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
				        
				    









