ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫২, ২২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তবুও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যায়নি মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সরে যাবার নির্দেশ থাকলেও মানছে না তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেছেন, বেসরকারী ভাবেও যে কেউ ত্রাণ দিতে পারে। 

সাম্প্রতিক পাহাড় ধ্বসে বান্দরবানে ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েকশ পরিবার। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও অনেকেই যাননি সেখানে। সাময়িক ভাবে আশেপাশের বাসাবাড়িতে আশ্রয় নিয়ে আবার ফিরে এসেছেন নিজেদের ঘরে।

প্রশাসন পক্ষ থেকে সরে যেতে বলা হলেও, বিকল্প না থাকায় এখনো ঝুঁকিপূর্ণ স্থানেই বসবাস করতে বাধ্য হচ্ছেন বলে দাবী করেন এসব মানুষ। ত্রাণ নিয়েও অভিযোগ রয়েছে তাদের।

এদিকে পর্যাপ্ত ত্রাণ রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। নিজ উদ্যোগে কেউ ত্রাণ দিতে চাইলে কোন বাধা নেই বলে জানালেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি