ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বান্দরবানে ৪ কৃষক অপহরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:১৮, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শনিবার চার তামাক চাষিকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী। অপহৃতরা হলেন- আব্দুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ শাহ আলম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর জানান, আজ ভোররাতে দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকায় চার চাষিকে অপহরণ করার ঘটনা ঘটে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে।

দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ জানান, লেদুখালের একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। অপহৃতদের বাড়ি গর্জনিয়ায়। তামাক চাষ করতে তারা লেদুখাল এলাকায় এসেছিলেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি