ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন ইউসুফ হোসেন হুমায়ুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৫২, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

আজ শনিবার বার কাউন্সিলের নিজস্ব ভবনে নির্বাচিত নতুন সদস্যরা তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

বর্তমানে তিনি আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৪ মে বার কাউন্সিলের নির্বাচন হয়।এ নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করে। অন্যদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাত্র দু’টি আসনে জয় পান তারা।

প্রসঙ্গত, তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন হয়। সারাদেশের আইনজীবীরা ১৪ জন সদস্য নির্বাচিত করেন। এর মধ্যে সাধারণ আসনে সাতজন এবং সাতটি অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে সাতজন নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি