ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ৩০ মে ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট পাঁচ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (২৯ মে) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবীশ আইনজীবী অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। 

এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে এবং একজনের পরীক্ষার ফল উইথহেলড রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি