ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বার-বেঞ্চের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন নেতারা (ভিডিও)

শাকেরা আরজু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২১:৩৭, ২৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন সারা দেশের বারের নেতারা। নিম্ন আদালতে দুর্নীতি, আইনজীবীদের প্রশিক্ষণের অভাব এবং বিচারকদের রায়ের মানের নিম্নমুখিতা নিয়ে বিস্তর অভিযোগ  তাদের। তবে যেকোন অভিযোগই আইনিভাবে প্রকাশের জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের সবোচ্চ আইন কর্মকর্তা ও বার কাউন্সিলের সভাপতি এ এম আমিন উদ্দিন।

সম্প্রতি  ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পিরোজপুর ও নীলফামারিতে বিচারকের সাথে আইনজীবীদের দুর্ব্যবহার ও অশালীন মন্তব্যর অভিযোগ আসে সুপ্রিম কোর্টে। বার ও বেঞ্চের মধ্যে এই অপ্রীতিকর সম্পর্ক নিয়ে বর্ধিত সাধারণ সভা ডাকে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। এতে যোগ দেন সারাদেশের বারের সভাপতি ও সম্পাদক। 

দ্বিতীয় পর্যায়ের সভার শুরুতে আইনজীবী সমিতিতে নির্বাচনের ভোট গননাকে কেন্দ্র করে বিএনপিপন্থি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। 

বার কাউন্সিলের সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

পরিস্থিতি শান্ত হলে বার-বেঞ্চের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন বারের নেতারা। এসময় বার ও বেঞ্চের তিক্ততা প্রকাশ করেন তারা। 

সভায় উঠে আসে নিম্ন আদালতে দুর্নীতি ও পদে পদে আইনজীবীদের হয়রানির কথাও। একই সঙ্গে বিচারকদের রায়ের মানের নিম্নমুখিতা নিয়ে সমালোচনা করেন নেতারা।

বার ও বেঞ্চের সমস্যা সমাধানে নবীন আইনজীবীদের প্রশিক্ষন, মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রস্তাব আসে নেতাদের পক্ষ থেকে। 

তবে যে কোন অভিযোগই আইনীভাবে প্রকাশ জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ও বার কাউন্সিলের সভাপতি এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, বারের সাথে বেঞ্চের বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি