ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ি থেকে উচ্ছেদ, রিট করেছেন ব্যারিস্টার মওদুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৫:০৬, ৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বিনা নোটিশে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের পাশাপাশি রাষ্ট্রকেও এই রিটে বিবাদী করা হয়েছে। সেই সঙ্গে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়ির নকশায় কোনো ধরনের পরিবর্তন না করা এবং পজেশন ফিরিয়ে দেওয়ার জন্য দুটি অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদ আহমদের রিভিউ খারজ করে দেন। পরে গতকাল বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজউক।





Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি