ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বাড়িতে গিয়ে জমি অধিগ্রহণের চেক পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ১৪ মে ২০২০

দেশজুড়ে করোনায় অস্বাভাবিক পরিস্থিতি। অন্যদিকে দালালদের দৌরাত্ম। এসব কিছু বিবেচনায় রেখে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক পৌঁছে দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

আজ বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা রেললাইন ও খানজাহান আলী বিমানবন্দরে জমি অধিগ্রহণের ফলে রামপাল উপজেলার বড় নওয়াবপুর ও ধলদা গ্রামের ২১ জন  ক্ষতিগ্রস্ত জমির মালিককে এ চেক প্রদান করা হয়। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা জেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সময় ও অর্থ বাঁচাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক প্রদান করছি। এখন থেকে উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের এ ব্যবস্থায় ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি