ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বাড়ির আঙিনায় গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

প্রকাশিত : ১৬:০০, ৬ জুন ২০১৬ | আপডেট: ১৬:০০, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণে সিটি করপোরেশনের অধিন, বাসার ছাদে বা বাড়ির আঙিনায় গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, সবুজ ঢাকায় পরিনত করতে করপোরেশন থেকে গাছ সরবারাহ করা হবে। এসময়, অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সব ধরনের আশ্বাস দেন ডিএসসিসি মেয়র। ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় উপকরণ দেন মেয়র। পরে, ক্যাম্পাসের ভেতর একটি ডাস্টবিনের উদ্বোধন করেন মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি