ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

বা‌গেরহা‌টে দুর্বৃত্তের গু‌লি‌তে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বা‌গেরহাট সদর উপ‌জেলায় দুর্বৃত্তের গু‌লি‌তে হাসান আলী (৩৫) না‌মে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে উপজেলার চুলকা‌ঠি এলাকার যু‌গিডাঙ্গা নামক স্থা‌নে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘ‌টে। বা‌গেরহাট ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাসান আলী রুপসা উপ‌জেলার বাগমারা গ্রা‌মের বাসিন্দা বলে জানা গেছে। তিনি ভাড়ায় চা‌লিত মোটরসাইকেল চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্থা‌নে ওই মোটরসাইকেরল‌টি পৌঁছা‌লে ৪ রাউন্ড গু‌লির শব্দ হয়। প‌রে স্থানীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে। স্থানীয় চুলকা‌ঠি বাজারের ব্যবসায়ী‌দের কাছ থে‌কে পাওনা টাকা আদায় শে‌ষে রা‌তে আহত ওই দুই ব্যবসায়ী ভাড়ায় চা‌লিত মোটরসাইকেলে খুলনায় ফির‌ছিল বলে মনে করা হচ্ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য বা‌গেরহাট সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি মটরসাইকেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ঘটনার কারণ তি‌নি জানা‌তে পা‌রেননি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি