ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

বি. বাড়িয়ায় ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:৫১, ১৬ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে মন্তব্য নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডা থেকে এ বিরোধের সূত্রপাত। এর ধারাবাহিকতায় ১৪ আগস্ট মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর প্রতিপক্ষের হামলার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

পরে শনিবার (১৬ আগস্ট) সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ৎবিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি