বিআরটিসি ও গ্রীন লাইনের যৌথ উদ্যোগে সরাসরি কোলকাতা বাস সার্ভিস
প্রকাশিত : ১২:২৮, ২২ মে ২০১৭

বিআরটিসি ও গ্রীন লাইনের যৌথ উদ্যোগে ঢাকা থেকে খুলনা হয়ে সরাসরি কোলকাতা বাস সার্ভিস চালু হয়েছে।
সকালে রাজধানীর কমলাপুর বিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান। কমলাপুর থেকে সোম, বুধ, শুক্রবার এবং কোলকাতার সল্টলেক করুনাময়ী টার্মিনাল থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার চলাচল করবে এই বাস। ঢাকা থেকে মাওয়া হয়ে বাসটি চলাচল করলেও ১০ ঘন্টার মধ্যে কোলকাতায় পৌছাবে বলে জানিয়েছে গ্রীন লাইন কর্তপক্ষ।
আরও পড়ুন