বিএনপিকে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে না দেওয়ায় খাগড়াছড়িতে বিক্ষোভ
প্রকাশিত : ১৭:৪০, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১৪, ২৫ মে ২০১৭

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শহরের কলাবাগান থেকে মিছিল নিয়ে ভাঙ্গা ব্রীজের মুখে এসে পৌঁছালে দলটির নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়ে। পরে পুলিশের ব্যারিকেডের মধ্যেই তারা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে পুলিশ বাহিনী দিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবেনা বলে মন্তব্য করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। এসময় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন