ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘বিএনপির অভ্যন্তরীণ সঙ্কট ঘনীভূত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫২, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজনৈতিক সঙ্কট নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ সঙ্কটই ঘনীভূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে বিএনপি নেতাদের এমন দাবি নাকচ করে এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে বিআরটিএ প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন। খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সরকার হস্তক্ষেপ করেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন,খালেদা জিয়ার রায়ের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নয় বরং বিএনপির অভ্যন্তরীণ সঙ্কট ঘনীভূত হবে, সেটির লক্ষণ আমরা টের পাচ্ছি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলা সরকার করেনি, হস্তক্ষেপও নেই। বেগম জিয়া যদি নিয়মিত হাজিরা দিতেন তবে এ মামলার অনেক আগেই রায় হয়ে যেত। এখন তিনি নিজেই দেরি করে নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য বেগম জিয়া ও তার বিজ্ঞ আইনজীবীরাই দায়ী।
সাজা হওয়ার পর খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যার আগে ৭ বছরের সাজা হয়েছে, মানি লন্ডারিংয়ে তিনি দণ্ডিত ব্যক্তি। এ মামলায় তার দশ বছরের দণ্ড ও ২ কোটি টাকা জরিমানা হয়েছে, তাকেই দলের মুখ্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের এসময় বিএনপির গঠনতন্ত্র থেকে কেন ৭ম ধারা তুলে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিষয়টি এখন পরিষ্কার। দুর্নীতিবাজদের নেতা হওয়ার বাধা দূরতেই এমনটা করা হয়েছে।
এ সময় তার সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, বিআরটিএ প্রকল্পের পরিচালক সানাউল হক, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি