ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিএনপির নীতি দেশকে পরনির্ভরশীল করে রাখা: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৮, ২৪ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের নীতি হচ্ছে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা। আর বিএনপির নীতি হচ্ছে দেশকে পরনির্ভরশীল করে রাখা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নীতিই হচ্ছে দেশকে মুখাপেক্ষী করা। সেটি তারা জাতীয় সংসদেই বলেছে। ১৯৯৮ সালে আমরা যখন বললাম দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, তখন তৎকালীন বিরোধী দল এর বিরোধীতা করে। বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী (সাইফুর রহমান) তখন বলে বসলেন দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়াটা ভালো নয়। এতে বিদেশি সাহায্য কমে যায়।

শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বলে গেছেন বাঙালি ভিক্ষুকের জাতি না। বাঙালি বীরের জাতি না। তাই ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার দিকে মন দিই। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন রেখে যাই। অথচ বিএনপি ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে দেয়। আমরা যখন ২০০৯ সালে ক্ষমতায় আসি তখন দেখি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। সেই অবস্থা থেকে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি