ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৬ জুলাই ২০১৮

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত তিনজন গরু ব্যবসায়ী বলে জানা গেছে। গত মঙ্গলবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শেখপাড়া-কাহারপাড়া সীমান্ত এলাকার পাটখেত থেকে মরদেহগুলো উদ্ধার করে মুর্শিদাবাদের রানীনগর থানা পুলিশ।

ভারতের জনপ্রিয় ‘ইনাডু বাংলা’ পত্রিকায় খবরটি আজ শুক্রবার গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করেছে।

ইনাডু বাংলা জানিয়েছে, গত মঙ্গলবার বিকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার শেখপাড়া-কাহারপাড়া সীমান্ত এলাকার ফসলের ক্ষেত থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় উদ্ধার করতে পারেনি। তবে তারা বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন।

তবে রানীনগর পুলিশ জানিয়েছে, বিএসএফের কাহারপাড়া ফাঁড়ি কাউকে গুলি করার কথা অস্বীকার করেছেন। তারা লাশগুলো বাংলাদেশে ফেরত পাঠাতেও অস্বীকার করেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি