ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৩, ১৯ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে নওগাঁর দুই গরুর রাখাল আটক হয়েছেন।

এ তথ্য জানিয়ে বিজিবির ১৪-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির খান গণমাধ্যমকে বলেন, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা এলাকার সীমান্ত দিয়ে ভারতে ঢুকলে বিএসএফ ওই দুজনকে আটক করে।

আটক ব্যাক্তিরা হচ্ছেন- কলমিডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুর রহমান (২৮) ও কারিয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হক (৩০)।

খিজির খান আরও জানান, মাহাবুর ও জিল্লুর সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন।

অবৈধ পথে ভারত প্রবেশের অভিযোগে সনঘাট বিএসএফের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি