ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বিচক্ষণতা তোমাকে সাফল্য এনে দিয়েছে: অনিল কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মেয়ে সোনমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন শক্তিমান বলিউড অভিনেতা অনিল কাপুর। উচ্ছ্বসিত হয়ে মেয়ের উদ্দেশে ইনস্টাগ্রামে অনিল কাপুর লিখেছেন, তোমার পছন্দ, সিদ্ধান্ত ও নিষ্ঠার প্রশংসা করি। তোমার বিচক্ষণতা তোমাকে সাফল্য এনে দিয়েছে। চিত্রনাট্য, পরিচালনা আর তোমার অভিনয়ে দারুণ কিছু হয়ে যায়। সব মিলিয়ে আমি ভীষণ আনন্দিত। তোমাকে নিয়ে গর্বিত।

বাবা তো মেয়ের প্রশংসা করবেনই। কিন্তু সত্যিকার অর্থেই সোনম প্রশংসার দাবিদার। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সোনমের। তারপর নিজ গুণেই হু হু করে সামনে এগিয়ে গেছেন এই বলিউড ডিভা। অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের কাতারে। বাবার পরিচয়ে তিনি নিজেকে চেনাতে চাননি কখনো। তবে হ্যাঁ, অভিনেতা বাবার বদৌলতে বলিউডে সোনমের পথচলার শুরুটা অনেকের তুলনায় সহজ ছিল।

সোনম এখন মহাব্যস্ত তার নতুন ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ নিয়ে। বাবা অনিল কাপুর অভিনীত নব্বই দশকের সাড়া জাগানো চলচ্চিত্র ‘নাইন্টিন ফোরটি টু: আ লাভ স্টোরি’র একটি গানের শিরোনামেই নামকরণ করা হয়েছে নতুন এই ছবির।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি