ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিচারপতি অপসারণের রায় না পড়ে মন্তব্য করবেন না আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১ আগস্ট ২০১৭

পূর্ণাঙ্গ রায় না পড়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। রায় প্রসঙ্গে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আমি শুনেছি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় নাকি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ রায় এখনো পড়ি নাই। আমি এই রায় পড়ার পরে আমার প্রতিক্রিয়া জানাব।

পূর্ণাঙ্গ রায়ে সংবিধানের ১৬ অনুচ্ছেদ অবৈধ ঘোষণার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আমি পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত কোনো মন্তব্য করব না।

আরকে/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি