ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের কুলখানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৭ এপ্রিল ২০২৪

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম এম আব্দুর রহিম এবং তার মা সদ্য প্রয়াত নাজমা রহিমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্টের স্পোর্টস ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে স্পিকার শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতিরা, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতিরা, চিফ হুইচ নূর এ আলম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিমসহ মরহুমার সন্তানরা দোয়া মাহফিলের আয়োজন করে।

গত ২৭ মার্চ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৩) মারা যান। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের মা।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি