ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনের ভাষন এবার হচ্ছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫০, ২৭ ডিসেম্বর ২০১৮

নির্বাচনের আগে রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম বিটিভিতে এবার দলীয় প্রধানদের আনুষ্ঠানিক ভোটের ভাষণ হচ্ছে না। ৩০ ডিসেম্বরের ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ হচ্ছে এবার। সে হিসেবে প্রচার চালানোর জন্য হাতে আছে কেবল বৃহস্পতিবার।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, এবার বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ দেওয়ার সুযোগ হচ্ছে না। এ নিয়ে ইসির কোনো নির্দেশনা নেই; তাই বিটিভিতে দলের ভাষণ হবে না।

ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আনুষ্ঠানিক প্রচারের অংশ হিসেবে ইশতেহারে থাকা নির্বাচনী ওয়াদা নিয়ে বিটিভিতে আগে প্রচার করা হত দলীয় প্রধানদের ধারণ করা ভাষণ। নবম সংসদ নির্বাচনসহ আগের নির্বাচনগুলোতেও দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের রেওয়াজ চালু ছিল।

বাংলাদেশ টেলিভিশন মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, দলীয় প্রধানদের ভোটের ভাষণ নিয়ে নির্বাচন কমিশন এবার আমাদেরকে কিছু জানায়নি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি