ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিডিআর সদর দফতরের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে কী ঘটেছিল, তা জানাটা শুধু সময়ের দাবি নয়—এটা জাতির কাছে দায়।”

বুধবার (১৬ এপ্রিল) বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে তদন্ত কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদের হত্যা করা হয়েছিল। সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল। জাতি আজও উত্তর খুঁজছে—কেন, কীভাবে এবং কারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল। তদন্ত কমিশনকে সফল হতেই হবে। জাতি আজ আপনাদের দিকে তাকিয়ে।”

তিনি আরও বলেন, তদন্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, ঘটনাটি ঘটেছিল ১৬ বছর আগে। তাই তথ্য-উপাত্ত সংগ্রহ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিশেষ করে, অভিযুক্তদের অনেকে এখন দেশের বাইরে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ২৩ জন বিদেশে অবস্থান করছেন, যাদের সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন। এর মধ্যে ৮ জন সাক্ষাৎ দিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া ঘটতে পারে না। প্রথমে তৎকালীন বিডিআর মহাপরিচালককে হত্যা করা হয়, এরপর ধারাবাহিকভাবে অন্যদের। আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের ধরণ বিশ্লেষণ করে ঘটনার পেছনের মূল পরিকল্পনা বের করার চেষ্টা করছি।”

কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এত বড় হত্যাকাণ্ড ঘটেও একজন কর্মকর্তা কিংবা কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি। এটি গোয়েন্দা, সামরিক ও রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন।”

বৈঠকে তদন্ত কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল হোসেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি