ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিদেশিদের পালাতে সহায়তাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকার বিভিন্ন ক্যাসিনোতে র‌্যাবের অভিযানের পর জড়িত বিদেশিদের পালাতে সহায়তা ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার ডিএমপি’র সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান।

তিনি বলেন, রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা ও ডিএমপির প্রতিরক্ষা বিভাগের এএসআই গোলাম হোসেন মিঠুর বিরুদ্ধে বিদেশীদের পালাতে সহায়তার অভিযোগ ও তাদের গতিবিধি সন্দেজনক হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও ডিএমপি কমিশনার উল্লেখ করেন।

সম্প্রতি রাজধানীর সেগুন বাগিচার একটি ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের বিরুদ্ধে বিদেশিদের পালাতে সহায়তার অভিযোগ ওঠে।

গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব ফকিরাপুলের ইয়ংমেনস, ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার বিপুল পরিমান সরঞ্জাম ও নগদ টাকা ও মাদক দ্রব্য জব্দ করে।
ওই রাতেই নগরীর সেগুনবাগিচার ভবন সামিট হাসান লজের সিসি ক্যামেরায় একটি ভিডিও চিত্র আসে সোশাল মিডিয়ায়, যে ভবনে বেশ কয়েকজন নেপালি থাকতেন।

ভিডিওতে দেখা যায়, নেপালিরা ওই বাড়ি ছাড়ার আগে সেখানে ঢোকেন কয়েকজন, তাদের একজনের হাতে ওয়াকিটকি ছিল। ওয়াকিটকি হাতে ওই ব্যক্তি সাদা পোশাকে থাকা পুলিশ সদস্য বলে গণমাধ্যমে খবর আসে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি