ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বিধ্বস্ত দুবিমানের চার পাইলটকে নিরাপদে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:১৪, ২৮ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ (YAK-130) বিমান বিধস্তের পর দুই বিমানের চার পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়।


ওই সূত্র আরও জানায়, দুটি বিমানে মোট চার জন পাইলট ছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমান বাহিনীর দুটি হেলকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। পাইলটরা সবাই ভালো আছেন।

বিমান বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত ওই ‍দুটি বিমানের পাইলটরা হলেন- গ্রুপ ক্যাপ্টেন শরীফ, স্কয়াড লিডার মনির, উইং কমান্ডার আজিম ও উইং কামান্ডার রাজীব।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজারের মহেশখালীর পুটিবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমান দুটি রাডারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল।

 

আর/এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি