ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বিপুল পরিমাণ জমির পাট নষ্ট, কৃষকরা দুঃশ্চিন্তায় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৪ জুলাই ২০১৮

বিবৈরি আবহাওয়া আর শিলা বৃষ্টিতে বিপুল পরিমাণ জমির পাট নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় কাটাচ্ছেন নেত্রকোণার চাষীরা।  বিকল্প ফসলেরও কোনো ব্যবস্থা না হওয়ায় পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় তারা।

বছরের এই সময়টাতে পাট কাটা, পঁচানো এবং আঁশ ছাড়ানোর কাজে চরম ব্যস্ত থাকার কথা নেত্রকোণার চাষীদের। কিন্তু স্বপ্নভাঙার বেদনায় এখন কাটছে তাদের দিন।

কৃষকরা জানান, আবাদের শুরুতেই অতি বৃষ্টিসহ বৈরি আবহাওয়ার কবলে পড়ে পাটচাষ। পরে শিলা বৃষ্টিতে নস্ট হয়ে যায় সব। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার মদন ও আটপাড়া উপজেলায়।

ফসল ঘরে তুলতে না পারায় পাটচাষের উপর নির্ভরশীল পরিবারগুলো রয়েছে চরম দুঃশ্চিন্তায়।

তবে ক্ষতিগ্রস্ত পাটচাষীদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা।

চলতি বছর জেলায় প্রায় ৫ হাজার ২০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও সম্পূর্ণ নষ্ট হয়েছে অন্তত ৭শ’ হেক্টর জমির পাট। আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ হাজার প্রান্তিক কৃষক।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি