ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিবাদ ভুলে একসঙ্গে রাজ-মিমি-শুভশ্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিউডের ‘লাভার বয়’ রাজ চক্রবর্তী। কলকাতার মিডিয়া পাড়ায় পরিচালক হিসেবে তো বটেই, পাশাপাশি রাজের নামডাক আছে প্রেমিক হিসেবেও। রাজের কাজ আর সেই সঙ্গে তার ভালোবাসার গল্প দুটি নিয়েই বেশ চর্চিত হয়েছে ইন্ডাস্ট্রিতে। অতীতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তার প্রেম নিয়ে বহু গল্প শুনেছে দর্শক। এমনও শোনা গিয়েছে যে, রাজের বিয়ের কথা শুনে তিনি নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছেন। তবে সব কিছুকে পেছনে ফেলে এবছরই রাজের ‘রানি’ হয়েছেন অভিনেত্রী শুভশ্রী। যদিও বিয়েতে নব দম্পতি-কে শুভেচ্ছা বার্তা পাঠালেও  সশরীরে হাজির হতে দেখা যায়নি মিমিকে। অন্যদিকে, শুভশ্রীকেও এই বিষয়ে তেমন একটা মন্তব্য করতে শোনা যায়নি। বিয়ের পর হানিমুন সেরে এসেছেন রাজ-শুভশ্রী। মিমিও ব্যস্ত আছেন তার কাজ নিয়ে। তবে পুজার প্রস্তুতিতে আবারও তিনজন শিরোনামে।

পরিচালক রাজের প্রাক্তন আর বর্তমানকে দেখা গেছে একই ফ্রেমে। আর পরিচালনায় খোদ রাজ চক্রবর্তী নিজেই। দুর্গা পুজার জন্য নির্মাণ করা একটি  বিজ্ঞাপনে একই সঙ্গে কাজ করতে দেখা গেছে মিমি ও শুভশ্রীকে। এই বিজ্ঞাপনে রয়েছেন ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলীও। এছাড়াও বিজ্ঞাপনটি-তে রয়েছেন টালিউডের তারকা বনি ও নূসরত।

উল্লেখ্য, এই বিজ্ঞাপনে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব এবং সঙ্গীতের দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সেই বিজ্ঞাপনের একটি মেকিং ভিডিও টুইট করেছেন সঙ্গীত পরিচালক।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি