বিবিএসের দফতরে স্থাপিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল
প্রকাশিত : ১৭:০৯, ৩০ অক্টোবর ২০১৮

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) স্থাপণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ১২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ম্যুরালটি সরকারি ভবনগুলোর মধ্যে স্থাপিত সবচেয়ে বড় ম্যুরাল বলে দাবি করা হচ্ছে। ম্যুরালটির দুপাশে স্থাপন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হিসেবে টেরাকোটার নান্দনিক চিত্র শৈলী। বিবিএস সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন ম্যুরালটি তৈরি করেন।
সোমবার রাজধানীর আগারগাঁও এ পরিসংখ্যান ভবনে ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিষ্ঠাতা। এটি বর্তমান প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। বাংলাদেশ যত দিন থাকবে বঙ্গবন্ধু সূর্যের মতো বেচেঁ থাকবেন।
পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদের সঞ্চালনে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপণা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিসংখ্যান কার্যক্রমে নিয়োজিত চারটি পৃথক প্রতিষ্ঠানকে একীভূত ও সুসমন্বিত করে ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পরিসংখ্যান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৭৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করা হয় যা পরবর্তীতে সম্প্রসারিত করে ২০১২ সালে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ অক্টোবর ১৯৯৯ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদর দপ্তর ‘পরিসংখ্যান ভবন’ এর শুভ উদ্বোধন করেন।
আআ//এসএইচ/
আরও পড়ুন