ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিভিন্ন সময়ে সংশোধনী আনার ফলে সংবিধানে জগাখিচুরির মতো অবস্থা হয়েছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৭:১৬, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

বিভিন্ন সময়ে সংশোধনী আনার ফলে সংবিধানে জগাখিচুরির মতো অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ষোড়শ সংশোধনীর বাতিলে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসির মতামত উপস্থাপনের সময় তিনি এ’ মন্তব্য করেন। ষোড়শ সংশোধনী বাতিলে ১০ জন অ্যামিকাস কিউরি মতামত দেন। যার মধ্যে ৯ জনই বাতিলে মত দেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ।

ষোড়শ সংশোধনীর আপিল শুনানির দশম দিনে প্রথমেই অসমাপ্ত মতামত উপস্থাপন শেষ করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এর পরেই বক্তব্য রাখেন এ জে মোহাম্মদ আলী, ফিদা এফ কামাল।
অ্যামিকাস কিউরিদের ১০ জনের মধ্যে ৯ জনই ষোড়শ সংশধনী বাতিলে হাইকোর্টের রায়ের পক্ষে মতামত তুলে ধরেন। শুধুমাত্র আজমালুল হোসেন কিউসি বিচারকদের অপসারনের ক্ষমতা পার্লামেন্টে রাখার পক্ষে মত দেন।আজমালুল হোসেনের মতামত দেয়ার সময় প্রধান বিচারপতি সংবিধানের বিভিন্ন সময়ে আনা সংশোধনী নিয়ে কথা বলেন।

অ্যামিকাস কিউরিদের মতামত শেষে আদালতের সম্মতি নিয়ে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু হাইকোর্টের রায়ে বেশিরভাগ সাংসদদের নিয়ে করা মন্তব্য বাদ দিতে মতামত দেন। পরে আপিল বিভাগ রায়ে বিষয়টি দেখবেন বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।আগামী বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষের শুনানী শেষ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি