ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিমানের ১ম ফ্লাইটে ৪শ ১৯ জন হাজী দেশে ফিরেছেন(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে ৪শ’ ১৯ জন হাজী দেশে ফিরেছেন। অবশ্য আগের দিন থেকেই সৌদিয়া এয়ারলাইন্সে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। এবারের সার্বিক হজ ব্যবস্থাপনার নিয়ে সন্তুষ্ট হাজিরা।

এ মৌসুমের হাজিদের নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট।

তবে প্রথম ফ্লাইট পৌছাতেই ১ ঘন্টা বিশ মিনিট দেরি, তবে এ নিয়ে অভিযোগ নেই হাজিদের। বরং বিমানের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানালেন অনেকেই।

হাজিরা বলছেন, এবার হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে।

আগামী মাসের ২৫ তারিখের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনা হবে জানান বিমানের এই কর্মকর্তা।

১৭২টি ফ্লাইটে ৬২ হাজার ৭ শত ৯৬ জন হাজি দেশে ফিরিয়ে আনবে বাংলাদেশ বিমান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি