ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার রায়ের খবর [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার কারাদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় সংবাদের শিরোনাম হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব মিডিয়ায় ৫ বছরের কারাদণ্ডের এ রায় ব্রেকিং নিউজ আকারে প্রচার করেছে। 

বিবিসি এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় খালেদার হাজার হাজার সমর্থককে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের আন্তর্জাতিক সহায়তা আত্মসাতের অভিযোগ উঠলেও ৭২ বছর বয়সী খালেদা তা অস্বীকার করেছেন।

বিবিসি বলছে, দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদার বিরুদ্ধে আরো এক ডজনের বেশি মামলা ঝুলে রয়েছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, রায়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিরোধীদলীয় কর্মী-সমর্থকরা।

ভারতীয় সরকারি বার্তাসংস্থা পিটিআই বলছে, বৃহস্পতিবার বাংলাদেশের দুই বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় তিনি এ দণ্ড পেয়েছেন। একই মামলায় খালেদার ছেলে তারেক রহমান ও আরো অন্য চার আসামিকে ১০ বছরের দণ্ড দেয়া হয়েছে।

ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ একটি আদালত।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশর প্রভাবশালি গণমাধ্যম এ খবর প্রচার করে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তানি দৈনিক ডন, ডেইলি পাকিস্তান, মার্কিন সংবাদসংস্থা এপি, সিএনএন, দৈনিক ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমস, বিট্রিশ দৈনিক দ্য গার্ডিয়ান গুরুত্ব সহকারে এ সংবাদ পরিবেশন করে।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি