ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেশের প্রায় ৯০ লাখ মানুষ ডায়াবেটিকসে আক্রান্ত

প্রকাশিত : ১০:২৩, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:২৩, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেশের প্রায় ৯০ লাখ মানুষ ডায়াবেটিকসে আক্রান্ত। প্রতিবছর নতুন করে আরো এক লাখ নতুন রোগী যুক্ত হচ্ছে এই তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাস-জীবনযাত্রার পরিবর্তন ও নিয়মিত হাঁটার মধ্য দিয়ে ডায়াবেটিকসের প্রকোপ অর্ধেকে কমিয়ে আনা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি জাতীয় প্রতিরোধ নীতিমালারও দাবী তাদের। বিশ্বে ডায়াবেটিকস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ কোটি। ২০৩০ সালে এ সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্যের পাশাপাশি সাম্প্রতিক আরেকটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের গ্রামাঞ্চলেও ডায়াবেটিকস রোগে আক্রান্তের প্রবণতা ২ শতাংশ বেড়ে এখন প্রায় ৫ থেকে ৮ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অনিয়মতান্ত্রিক জীবন যাপন ও নাগরিক অলসতায় বাড়ছে ডায়াবেটিকস। এ কারণেই হার্ট অ্যাটাক, জটিল কিডনি রোগ, অন্ধত্ব থেকে শুরু করে অনেক সময় শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গও কেটেও ফেলতে হতে পারে। শুধু ডায়াবেটিকসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্যও মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলেও মনে করেন অনেকে। বাংলাদেশের প্রস্তাবেই জাতিসংঘ ১৯৯১ সালের ১৪ নভেম্বর থেকে বিশ্বজুড়ে জাতীয় ডায়াবেটিকস দিবস পালন করে আসছে। সেসময় জাতিসংঘ প্রতিটি রাষ্ট্রকে জাতীয় প্রতিরোধ নীতিমালা তৈরিরও পরামর্শ দেয়। এখনও সেই নীতিমালার খসড়া আটকে আছে মন্ত্রণালয়ে। অলসতাকে ঝেড়ে ফেলে ঘাম ঝরিয়ে মানুষ কাটিয়ে উঠবে ডায়াবেটিকসের ঝুঁকি এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি