ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বিশ্বে একই নামে দুই শহর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:০৯, ১৩ ডিসেম্বর ২০২২

একই নামের একাধিক তো বটেই, ততোধিক মানুষও চোখে পড়ে হরহামেশাই। একই দেশে এক নামের একাধিক শহরও খুব একটা অস্বাভাবিক নয়। তবে বিশ্বের দুই প্রান্তের দুই দেশে একই নামের শহর, এমনটা চোখে পড়ে কম।  এমন কিছু শহরের নামই জানব। 

রোম নামটি শুনলে প্রথমেই মনে পড়ে ইতালির নাম। কারণ ইতালির রাজধানী এবং ঐতিহ্যবাহী শহর রোম। কিন্তু পৃথিবীর অপর প্রান্তের দেশ  অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেও রয়েছে রোম নামের একটি শহর। তবে সেটি রোমা নামেই বেশি পরিচিত। 

শহরটি ১৮৬২ সালে প্রতিষ্ঠা হয় এবং ১৮৬৭ সালে একটি পৌরসভা হিসেব ঘোষণা করা হয়। কুইন্সল্যান্ড রাজ্যের প্রথম গভর্নরের স্ত্রী ডায়ামান্টিনা রোমা বোয়েনের নামে এর নামকরণ করা হয়। শহরটি ভেড়া, গবাদি পশু, গম, ফল, আঙ্গুর এবং দুগ্ধ চাষের জন্য প্রসিধ্য। 

বার্সেলোনা নামেও বিশ্বে দুটি শহর রয়েছে। একটি স্পেনের কাতালোনিয়ায়, এ তো সবারই জানা, অন্যটি ইতালির সিসিলিতে। ইতালির বার্সেলোনার অফিসিয়াল নাম বার্সেলোনা পোজো ডি গোটো। 

শহরটি সিসিলির উত্তর উপকূলে অবস্থিত এবং নামটির উৎপত্তি স্প্যানিশ  শহর বার্সেলোনা থেকেই। ইতালির বার্সেলোনা শহরের আয়তন প্রায় ৬০ বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় ৬০ হাজার।

প্যারিস ফ্রান্সের রাজধানী, তা কে না জানে! কিন্তু একই নামে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেও একটি শহর আছে, তা জানেন কি? 

টেক্সাসের প্যারিস শহরের সূচনা হয় ১৮৪৫ সালে এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের নামেই এর নামকরণ করা হয়। 

এটি ১৮৭৬ সালে রেলপথ নির্মাণের পরে বিকশিত হয়। ১৯১৬ সালে একটি বিপর্যয়কর অগ্নিকাণ্ডের পরে শহরটিকে পুনরায় পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়। এখানে একটি মজার তথ্য দিয়ে রাখি, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সড়কের নাম কিন্তু প্যারিস রোড। 

মিলান শুধু ইতালিতে নয়। যুক্তরাষ্ট্রের ওহাইওতে মিলান নামে একটি বিখ্যাত শহর রয়েছে। ওহাইওর মিলান পর্যটকদের কাছে পরিচিত, কারণ এটি টমাস এডিসনের জন্মস্থান। 

পৃথিবীর দুই বিপরীত অংশে রয়েছে দুটি সিডনি। অবাক হচ্ছেন তো? অস্ট্রেলিয়ার সিডনি ছাড়াও একই নামে কানাডার নোভাস্কশিয়ায় একটি শহর আছে।  ১৭৮৫ সালে ব্রিটিশরা শহরটির গোড়াপত্তন করে এবং ১৯০৪ সালে একটি শহর হিসেবে স্বীকৃতি পায়। 

লন্ডনও কিন্তু বিশ্বে একটি নয়। যুক্তরাজ্যের রাজধানীর পাশাপাশি  কানাডার অন্টারিওতেও লন্ডন নামে একটি শহর রয়েছে। 

১৭৯২ সালে লন্ডনের নামে শহরটির নামকরণ করা হয় এবং কানাডায় ব্রিটিশ রাজধানীর অবস্থানের জন্য বেছে নেওয়া হয়েছিল শহরটিকে।ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে এটি ব্রিটিশ গ্যারিসন শহর হিসেবে ব্যবহার করা হয়। 

বিশ্বে লস অ্যাঞ্জেলেসও আছে দুটি। যুক্তরাষ্ট্রর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আমরা সবাই চিনি।  চিলির একটি  শহরের নামও লস অ্যাঞ্জেলেস। এই শহরটি চিলির মধ্য-দক্ষিণাঞ্চলের বায়ো বায়ো প্রদেশের রাজধানী। এটি লাজা এবং বায়োবিও নদীর তীরে অবস্থিত।

এটি ১৭৩৯ সালে নুয়েস্ট্রা সেনোরা দে লস অ্যাঞ্জেলেস অর্থাৎ আওয়ার লেডি অফ দ্য অ্যাঞ্জেলেস হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি এখন কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা মূলত উপত্যকায় উৎপাদিত দুগ্ধ, গম, সুগার, বিট, ফল এবং কাঠের ব্যবসার জন্য বিখ্যাত। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি