ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বুধবার থেকে অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম চলবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রায় চারমাস পর দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে ফৌজদারি ও ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জৈষ্ঠ্য বিচারপতিগণের সঙ্গে আলোচনা করে দেশের সব দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আরও বলা হয়, অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আদালত অঙ্গন এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিমকোর্টের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুললেও দেশের আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন প্রণীত তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিধানের অধীনে দেশের অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। 

প্রধান বিচারপতির সিদ্ধান্তে ৫ আগস্ট বুধবার থেকে দীর্ঘদিন পর আবার স্বাভাবিক হচ্ছে দেশের অধস্তন আদালত অঙ্গন। সূত্র: বাসস

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি