ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বুলবুলের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশিত : ১৪:০৩, ২৩ জানুয়ারি ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জোহর আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন অঙ্গনের শিল্পীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে বেলা ১১টায় শহীদ মিনারে আনা হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হিসেবে প্রথমে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। এরপর সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানায়।

দেশের প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

প্রখ্যাত এই সংগীত পরিচালক ১৯৫৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭০ দশকের শেষলগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে ‘মেঘ বিজলী বাদল’ সিনেমাতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এগারো বার বাচসাস পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পান। নিচে বুলবুলের সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের নাম দেয়া হলো-
নয়নের আলো,মরনের পরে, সহযাত্রী, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, বিয়ের ফুল, তেজি, চন্দন দ্বীপের রাজকন্যা, সৎ ভাই, দায়ী কে, দাঙ্গা, আম্মাজান, আব্বাজান, মুক্তি চাই, প্রেমের তাজমহল, প্রেমের জ্বালা, অন্ধ প্রেম, বর্তমান, মিনিস্টার, ইতিহাস, জ্যোতি, মায়ের সম্মান, অন্যায়ের প্রতিবাদ, অশান্ত আগুন, কষ্ট, রাঙ্গা বউ, প্রাণের চেয়ে প্রিয়, পরেনা চোখের পলক, তোমাকে চাই, লুটতরাজ, অবুঝ হৃদয়, মহৎ, তুমি বড় ভাগ্যবতী, হিংসা, যন্ত্রণা, লাভ স্টোরি, ভয়, ভুলনা আমায়, জ্বলন্ত বিস্ফোরণ,তাণ্ডব লীলা, সমাজ কে বদলে দাও, জবর দখল, ধর, ফায়ার, আজ গায়ে হলুদ, লাভ ইন থাইল্যান্ড, লোভ লালসা, অন্ধকার, কাল নাগিনীর প্রেম, দেশ প্রেমিক (বিখ্যাত সুরকার আজাদ রহমানের সাথে যৌথ), জখম, আন্দোলন, ছেলে কার, বাঘিনী কন্যা, ক্রিমিনাল, বন্ধন, মন মানে না
মন, ক্রোধ, লুটপাট, নারীর মন, সিপাহি, পাগলি, দুনিয়া, জীবন ধারা, ক্ষত বিক্ষত, বলনা ভালবাসি, সাথি তুমি কার, সতিপুত্র আবদুল্লাহ, আমার জান, হুলিয়া, প্রেম কেন কাঁদায়, অনেক দিনের আশা, নিষিদ্ধ নারী, ফুল নেব না অশ্রু নেব, আনন্দ অশ্রু, অন্ধ ভালবাসা, অবুঝ দুটি মন, শাসন, মহড়া, সাক্ষী-প্রমাণ, লক্ষ্মীর সংসার, মা যখন বিচারক, তুমি আমারি, আত্ম-অহংকার, আমার অন্তরে তুমি, বিক্ষোভ, পানজা, সুখের ঘরে দুঃখের আগুন, কিলার, কাটা রাইফেল, সাবধান, মহা মিলন, কাজের মেয়ে, ধাওয়া, দুই নয়নের আলো, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহী সন্তান, আমার স্বপ্ন তুমি, ভালোবাসি তোমাকে, মাতৃভূমি, নরক, বাঁধা, না বলোনা, জন্মশত্রু, জন্ম, ভালবাসার শত্রু, কপাল, ভালোবাসা ভালোবাসা, কাবিননামা, কঠিন প্রেম, এরই নাম ভালোবাসা, ছোট বোন, মা আমার স্বর্গ, মা আমার বেহেশত, অবুঝ শিশু, সন্তান আমার অহংকার, মিয়া বাড়ির চাকর, অঙ্ক, গুরুভাই, মাটির ঠিকানা, আমার পৃথিবী তুমি (যৌথ), রাজা সূর্য খাঁ (যৌথ) ইত্যাদি।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি