ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বৃষ্টির মধ্যে বরিশালে চলছে ৫০ ইউনিয়নে ভোট

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ২১ জুন ২০২১

বরিশালে বৃষ্টি উপেক্ষা করে প্রথম ধাপে ৫০ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি চোখে পরার মত। 

আজ সোমবার (২১ জুন) প্রথমধাপে বরিশাল বিভাগে ১৩৬টি এবং জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের নয় উপজেলার ৯ লাখ ২০ হাজার ৪শ’ ৬৩ জন ভোটার আজ ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন পুরুষ এবং ৪ লাখ ৫২ হাজার ৩৩০ জন নারী ভোটার অংশ নিবেন। 

জেলার ৪৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় প্রশাসন। এছাড়া সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। 

নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, আনসার, পুলিশের পাশাপাশি ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাথে থাকছে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স। 

জেলায় ১৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫০টি সংরক্ষিত ওয়ার্ডে ৫১৫ জন প্রার্থী এবং ৫৪০টি সাধারণ সদস্য পদে ১৬২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি