ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামী গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫১, ২৩ সেপ্টেম্বর ২০১৯

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ওয়ালিউল্লাহ (৩৩) নামে এক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ালিউল্লাহ নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্যার ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান বলেন, ভারতে যাওয়ার জন্য ওয়ালিউল্লাহ নামে এক পাসপোর্টযাত্রী বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট জমা দেন।

এসময় তার তথ্য যাচাই বাছাই করে দেখা যায় তিনি হত্যা মামলার একজন আসামি।তার নামে নাটোরের বড়াই থানায় হত্যা মামলা রয়েছে।পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি(তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বলেন, ওয়ালিউল্লাহ নামে একজন আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। ইতোমধ্যে,নাটোরের বড়াই থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।তারা ওই আসামীকে নেওয়ার জন্য বেনাপোলের উদ্দেশ্যে রওনা  হয়েছেন বলে তিনি জানান।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি