ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বেনাপোল সীমান্তে ৬৩ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার

প্রকাশিত : ১৯:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ইমিটেশন, কসমেটিক্স, ওষুধ ও আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহষ্পতিবার সকালে সীমান্তের শিকড়ি বটতলা নামক স্থান থেকে এই মালামালগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসাইন জানান, চোরাকারবারীরা বিপুল পরিমান ভারতীয় চোরাইপণ্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী গ্রামে অবস্থান করছে এমন খবর পায়। সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে বিপুল পরিমান এসব পণ্য সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৬৩ লাখ টাকা বলে জানান বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ভারতীয় বিভিন্ন প্রকারের মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

 এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি