ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বেনাপোলে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ৫ আগস্ট ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ এক নারী আটক হয়েছেন। রোববার সন্ধ্যায় তাকে আটক করে র্পোট থানা পুলিশ। 

এ সময় তার কাছ থেকে বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। আটক রেহেনা বেগম (৩৮) ঐ গ্রামের কামরুলের স্ত্রী বলে জানা যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচএমএ আব্দুল লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারপোতা গ্রামে কামরুলের বাড়িতে অস্ত্র বেচাকেনা করা হচ্ছে বলে জানতে পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি যুক্তরাষ্ট্রের তৈরী নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ রেহেনাকে আটক করা হয়। 

তবে এ সময় অস্ত্রের মুল মালিক কামরুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক আসামীর নামে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক কামরুলকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
 
এমএস/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি