ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বেনাপোলে হেরোইনসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ২৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে ১০ গ্রাম হেরোইনসহ গোপালগঞ্জ কাশিয়ানী থানার ৮টি মামলায় পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ফাইজান রহমান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর হাফিজিয়া এতিমখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাইজান গোপালগঞ্জ কাশিয়ানি থানার মৃত দিপক বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উত্তরপাড়া জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১০ গ্রাম হেরোইনসহ ফাইজান গ্রেফতার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় গোপালগঞ্জের কাশিয়ানী থানার ৮টি মামলায় পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সে। গ্রেফতার এড়াতে সে বেনাপোলে পালিয়ে ছিল।

মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি